শেষ মুহূর্তের গোলে দেপোর্তিভো আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লস ব্লাঙ্কোস।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল মাদ্রিদ। কিন্তু ভালভার্দের কোনাকুনি শট প্রতিহত করেন আলাভেস গোলরক্ষক। এরপর নিষ্প্রাণ কেটেছে প্রথমার্ধের বাকি সময়। কোনো গোল না পেয়ে প্যাভিলিয়নে ফিরেছে দুদল।
বিরতির পর নাচো ফার্নান্দেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। ৭৫ মিনিটে রদ্রিগোর লক্ষ্যভ্রষ্ট শট আবারও হতাশ করে গ্যালাক্টিকোদের। তবে ম্যাচের যোগ করা সময়ে দলকে আনন্দে ভাসান লুকা ভাসকেস। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেয়া হেডে বল জালে পাঠান এই স্প্যানিয়ার্ড। কষ্টার্জিত এই জয়ে জিরোনাকে টপকে টেবিলের শীর্ষে উঠলো কার্লো আনচেলত্তি শিষ্যরা।
১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। জিরোনার পয়েন্টও লস ব্লাঙ্কোসের সমান, তবে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৭ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।
/এএম
Leave a reply