স্যামসনের সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

|

সেঞ্চুরিয়ান স্যামসন। ছবি: এএফপি

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয় করলো ‘মেন ইন ব্লু’রা।

সিরিজ নির্ধারণী ম্যাচে বোল্যান্ড পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাঞ্জু স্যামসনের শতক আর তিলক ভার্মার অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে ভারত। স্যামসন ১১৪ বলে ৬ চার ও ৩ ছয়ে খেলেন ১০৮ রানের ঝলমলে ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান করা তিলক করেন ৭৭ বলে ৫২। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন বেউরান হেনড্রিকস।

দলটির দেয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২১৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া শিবির। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডি জর্জিকে দেখে মনে হচ্ছিল, আরেকটি শতকের দেখা পেতে চলেছেন তিনি। কিন্তু এলবিডব্লুর ফাঁদে ফেলে তাকে থামান আর্শদ্বীপ। ৮৭ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৮১ রান করেছেন ডি জর্জি। ৩৬ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম। ভারতের পক্ষে ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন আর্শদ্বীপ।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথমটা ৮ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছিল প্রোটিয়ারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply