উপ নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন আনোয়ার ইব্রাহিম

|

মালয়েশিয়ায় উপ নির্বাচনের জন্য এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম। শনিবার নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।

উপকূলীয় শহর পোর্ট ডিকসন আসনের জন্য লড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী। উপ নির্বাচনে ছয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। জয়ী হলে পার্লামেন্টে এমপি হিসেবে প্রবেশের সুযোগও পাবেন তিনি।

এর ফলে প্রধানমন্ত্রী হওয়ার পথে আনোয়ার ইব্রাহিম আরও একধাপ এগিয়ে যাবেন। চলতি বছর মে মাসে দেশটির নির্বাচনের আগ-মুহূর্তে জোট বাধেন মাহাথির ও কারাবন্দি ইব্রাহিম। শর্তই ছিলো জয়ের পর তাকে সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্তি দিবেন প্রধানমন্ত্রী।

আর সংবিধান মেনেই দু’বছরের মধ্যে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর করবেন মাহাথির মোহাম্মদ। সে লক্ষ্যেই এগোচ্ছে রাজনৈতিক কর্মসূচি।

২০১৫ সালে সমকামিতার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একসময়কার সহযোগী আনোয়ার ইব্রাহিম। চলতি বছরের মে মাসে রাষ্ট্রীয় আদেশে কারামুক্তি লাভ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply