বড়দিনের আয়োজনকে সামনে রেখে বড় ধরনের হামলার শঙ্কায় রয়েছে জার্মানি। এমনই ইঙ্গিত পেয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।
গোয়েন্দা সূত্রে হামলার এই আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ। বলা হয়েছে, বড়দিনের উৎসবে জার্মানি, স্পেন ও অস্ট্রিয়ার বিভিন্ন সমাবেশে একটি জঙ্গি সংগঠন হামলার পরিকল্পনা করেছে। এরইমধ্যে নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জার্মানির নিরাপত্তা বাহিনী।
কর্তৃপক্ষ জানায়, গির্জার পাশাপাশি শপিং মলগুলোকেও বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তল্লাশি চালাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্য নেয়া হচ্ছে। এছাড়া বড়দিনে কয়েক ধাপে তল্লাশি করার পর দর্শনার্থীদের উৎসবের স্থানে ঢুকতে দেয়া হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, স্পেনেও বড়দিনের ছুটিকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২০১৫ সালের পর এ বছর আবারও ইউরোপীয় দেশগুলো জঙ্গি হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
আরএইচ/
Leave a reply