ভারতে করোনার নতুন ভেরিয়েন্ট, সতর্ক করলো ডব্লিউএইচও

|

ভারতে করোনার নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। জে এন ওয়ান নামে এই সাবভেরিয়েন্টের এরই মধ্যে আক্রান্ত হতে শুরু করেছে ভারতীয়রা। এনিয়ে এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি কেরালায় শনাক্ত করা হয় করোনার নতুন ধরন জে এন ওয়ান। গবেষকরা বলছেন, এটি অন্যান্য যেকোনো ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক। এটি দ্রুত শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে।

এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই ভেরিয়েন্টের সংক্রমণ শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এখনও এ নিয়ে উদ্বেগের কিছু নেই। এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে হলে তা কঠোর পর্যবেক্ষণে রাখতে হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply