রাজবাড়ী করেসপনডেন্ট:
ঘন কুয়াশায় প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, বুধাবার (২৭ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশা কমে যাওয়ায় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা ৩৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো।
এএস/
Leave a reply