থার্টিফার্স্ট নাইট: বেড়েছে মাছ-মাংসের চাহিদা, দামও ঊর্ধ্বমুখী

|

থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে বেড়েছে মুরগির চাহিদা। রাজধানীতে ২ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে অন্তত ২৫ টাকা।

এর প্রভাবে দেশি ও সোনালী জাতের দামও ঊর্ধ্বমুখী। এছাড়া, শীত উপলক্ষ্যে হাঁসের কদরও বেশি। কেজি বিক্রি হচ্ছে ৮শ’ থেকে হাজার টাকায়। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একাধিক বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ইংরেজি নববর্ষের আয়োজন ঘিরে কোরাল, রূপচাঁদায়ও আগ্রহ আছে ক্রেতাদের। দাম উঠানামা করছে কেজিতে ৭শ’-১২শ’ টাকার আশপাশে। ২শ’ টাকায় মিলবে তেলাপিয়া। ইলিশের চাহিদাও বাড়তির দিকে। ২ হাজার টাকা গুনতে হবে বড় আকারের পিসের জন্য। বেড়েছে চিংড়ির দরও।

এদিকে, বাজারভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৬শ’ থেকে সাতশ টাকা দরে। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১১শ’ টাকা দরে। চাহিদা রয়েছে চিংড়ি, ইলিশেরও।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply