নির্বাচন পরবর্তী যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত সরকার: পররাষ্ট্রমন্ত্রী

|

নির্বাচন পরবর্তী সময়ে মোড়ল দেশের হুমকিধামকি বা যে কোনো সংকট মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহর তেররতন এলকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

গনসংযোগ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন যথেষ্ট পরিণত একটি দেশ। সব দেশের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক আছে। বাংলাদেশ এখন কারও ওপর নির্ভরশীল নয়, দেশর অর্থনীতি অনেক সবল। বিদেশিরা বহুদিন থেকেই হুমকিধামকি দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এসবে।

বিএনপির চলমান আন্দোলন নিয়ে তিনি বলেন, এসব নির্বাচন বানচাল করতে একটি ষড়যন্ত্র। যত ধরনের ফন্দিফবকির আছে সব করছে তারা কিন্তু সফল হতে পারছে না, পারবেও না।

চোরাগোপ্তা হামলা বা সন্ত্রাসী তৎপররতা সরকার বরদাস্ত করবে না জানিয়ে মন্ত্রী বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply