তরুণ লেগস্পিনার রিশাদের প্রশংসায় কিউই ওপেনার সেইফার্ট

|

বাংলাদেশ দলে একজন লেগ স্পিনারের আক্ষেপ বেশ পুরোনো। জোবায়ের লিখন-আমিনুলরা সম্ভাবনা নিয়ে এলেও ভরসা হতে পারেননি। তবে রিশাদ হোসেন এ তালিকায় একটু ব্যতিক্রম। নিউজিল্যান্ডের পেস স্বর্গে তার মিতব্যয়ী বোলিং এখন আলোচনায়। উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে আদায় করছেন বাউন্স।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে আরও নিয়ন্ত্রিত। ৩ ওভারে দিয়েছিলেন মাত্র ১০ রান। তাই তো তাকে প্রশংসায় ভাসালেন কিউই ওপেনার টিম সেইফার্ট।

সেইফার্ট বলেন, আমার মনে হয়, সে বেশ ভালো বোলিং করেছে। সে বাতাসের গতির দিকে বোলিং করছিল, বাতাস বেশ জোরেই ছিল। সোজা মারা কঠিন ছিল। বাউন্ডারির আকারও এখানে ভালোই বড়, আবার জোরে বাতাস ছিল। সে ভালো করেছে। তাকে কৃতিত্ব দিতেই হবে ভালো বোলিংয়ের জন্য।

যার বোলিংয়ের এত প্রশংসা, সেই রিশাদ ম্যাচ শেষে আসেন সংবাদ সম্মলনে। নিজের পারফরমেন্সের মূল্যায়নও করেন। তিনি বলেন, আমি যখন বোলিংয়ে যাই, চিন্তা করি নিজের বাইরে যাতে না যাই, নিজের সামর্থ্যের মধ্যে থাকি।

তবে প্রশংসার শুনলেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আক্ষেপও রয়েছে তার। তৃতী টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে সিরিজ জিততে চান তিনি।

রিশাদ বলেন, ভালো লাগছে যে আমরা এত বড় সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করব সুযোগটা কাজে লাগানোর জন্য। চেষ্টা করবো পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফিরতে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply