গাজায় অস্ত্রবিরতি কার্যকর ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আবারও বিক্ষোভ হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির রাজধানী তেলআবিবের হোস্টেজ স্কয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেছে। খবর রয়টার্সের।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। এ সময় তারা অভিযোগ করেন, প্রশাসন জিম্মিদের মুক্তির বদলে রাজনৈতিক স্বার্থসিদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
বিক্ষোভকারীরা জানান, যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের ফিরে পাওয়া অসম্ভব। কিন্তু, প্রশাসন সমাধানের পথে না হেটে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে। এ সময় নেতানিয়াহুকে অযোগ্য আখ্যায়িত করে তার পদত্যাগের দাবিও তোলেন তারা।
/আরএইচ
Leave a reply