২০২৪-কে স্বাগত জানালো নিউজিল্যান্ড

|

সবার আগে আতশবাজির মধ্যদিয়ে ইংরেজি নতুন বছর ২০২৪-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের উদযাপন। খবর ডয়েচে ভেল ও দ্য ইনডিপেনডেন্ট।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে যে কয়টি দেশ আগে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ড তার মধ্যে অন্যতম। প্রতিবার নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন থাকে দেশটির শহর অকল্যান্ডে। তবে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে।

নববর্ষকে বরণে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার অপেক্ষায় সেখানে জড়ো হন হাজারও মানুষ। এরপর শুরু হয় কাউন্টডাউন। ঠিক ১২টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা মেলে বর্ণিল আতশবাজির ছটা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply