স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
নির্বাচন নিয়ে এই মুহূর্তে দেশে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। সোমবার (১ জানুয়ারি) রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, কোনো নাশকতার আশঙ্কা নেই, তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যেকোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা পুলিশের আছে।
তিনি আরও বলেন, যদি কেউ ভোট বানচাল করার চেষ্টা করে তাহলে পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করার দরকার তা করবে। আমাদের প্রশিক্ষণ আছে, ইকুয়েপমেন্ট আছে, লজিস্টিক আছে। জনবল এবং নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
/এনকে
Leave a reply