’২৪-এ ঢালিউডের চিত্র কেমন হবে?

|

ছবি: সংগৃহীত

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ৫০টিরও বেশি সিনেমা। এর মধ্যে হাতেগোনা দুয়েকটি হয়েছে ব্যবসাসফল। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে অনেকগুলো ছবি। রাজনৈতিক অস্থিরতা অথবা বাজেট-নির্মাণ সংক্রান্ত কারণে গত বছরের শেষ ভাগে স্থগিত হয়ে যাওয়া কাজগুলোও দেখা যেতে পারে ২০২৪ সালে। ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র নিয়ে এই প্রতিবেদন—

গত ২৫ ডিসেম্বর নতুন সিনেমা ‘টেক্কা’র পোস্টার প্রকাশ করেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। জানান, সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের দুর্গাপূজায়। অথচ আমরা জানি না, কোন্‌ সিনেমা কবে মুক্তি পাবে! এতোদিনেও বাংলাদেশের সিনেমার কোনো ক্যালেন্ডার তৈরি হয়নি। তাই মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমার নামের সঙ্গে ‘সম্ভাব্য’ শব্দটি লিখতে হয়। ফলত সিনেমাগুলো সঠিক সময়ে মুক্তি না পেলে এর জন্য যমুনা নিউজ দায়ী থাকবে না।

‘দরদ’ ছবিতে সোনাল চৌহান ও শাকিব খান। ছবি: ইনস্টাগ্রাম

২০২৪ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত বেশ কয়েকটি সিনেমা। প্রথমে রয়েছে অনন্য মামুন পরিচালিত শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। সিনেমায় তার সহশিল্পী ভারতের সোনাল চৌহান। কিং খান অভিনীত দ্বিতীয় সিনেমাটি হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। তার বিপরীতে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খানের তৃতীয় সিনেমা ‘তুফান’ মুক্তি পাবে ঈদুল আজহায়। ছবিটির পরিচালনায় রায়হান রাফী।

‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া আহসান।

চলতি বছর মুক্তি পাবে জয়া আহসান অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। ২০১৬ ছবিটির শুটিং শুরু হয়েছিল সিরাজগঞ্জ ও পাবনায়। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে যায় নানা জটিলতায়। ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্টপ্রডাকশন শেষ হতে লেগে যায় আরও তিন বছর। অবশেষে গত বছরের ২৩ নভেম্বর সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তখন নুরুল আলম আতিক বলেছিলেন, আশা করছি, আগামী বছরের শুরুতেই আমরা সিনেমাটা প্রেক্ষাগৃহে মুক্তি দেব। তবে এখনও সিনেমা মুক্তির তারিখ নির্ধারিত হয়নি। জয়া অভিনীত প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’ও রয়েছে মুক্তির অপেক্ষায়।

অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। ছবিটি মুক্তি পেতে পারে রোজার ঈদে।

‘কাজলরেখা’র দৃশ্য। ছবি: ফেসবুক

এ বছরও কি রাজ করতে যাচ্ছেন শরিফুল রাজ? ফেব্রুয়ারিতে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘কাজলরেখা’। সহশিল্পী হিসেবে আছেন মন্দিরা, রাফিয়াত রশিদ মিথিলা। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজল রেখা’ সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। রাজ অভিনীত আরেকটি সিনেমা ‘ওমর’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। নির্মাতা হলেন আরেক রাজ– মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এ ছবিতে রাজ ছাড়া আরও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খানকে। শরিফুল রাজ অভিনীত তৃতীয় সিনেমা ‘দেয়ালের দেশ’ মুক্তি পাবে এই বছরে। এছাড়া, রাজ-ইধিকা পাল অভিনীত হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ও মুক্তি পেতে যাচ্ছে চলতি বছর।

‘নীল চক্র’, ‘ফুটবল ৭১’, ‘নূর’-এর মতো সিনেমা নিয়ে আসবেন আরফিন শুভ। ‘নূর’ সিনেমা নিয়ে অনেক দিন ধরেই আগ্রহী সিনেমাপ্রেমি দর্শক। জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার (যৌথভাবে) পুরস্কার পায় ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’। নাসির উদ্দিন খান অভিনীত এই সিনেমা চলতি বছর দেশের সিনেমাহলে মুক্তি পাবে।

বছরের শুরুর দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত ২টি সিনেমা। এর মধ্যে আছে আলোক হাসান পরিচালিত ‘নাকফুল’। অন্য সিনেমার নাম ‘লিপস্টিক’। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। দুটি সিনেমায় পুজার সঙ্গে আছেন আদর আজাদ।

পূজা-আদর আজাদ জুটি। ছবি: ফেসবুক

চলতি বছর শবনম বুবলীর সিনেমাও দেখবে দর্শক। মুক্তির তালিকায় রয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত। নুসরাত ফারিয়া আসবেন ‘ফুটবল ৭১’ সিনেমায়। পরীমণিকে দেখা যাবে জি-সিরিজ প্রযোজিত ও রেজা ঘটক পরিচালিত ‘ডোডোর গল্প’ সিনেমায়। আশনা হাবিব ভাবনা আসবেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ নিয়ে। অনন্ত জলিল-বর্ষা জুটিকে দেখা যাবে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায়।

‘পরাণ’, ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম এ বছর বড় পর্দায় হাজির হবেন ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায়। গত বছর ওয়াহিদ তারেক পরিচালিত সিনেমাটির শুটিং শুরু করেন মিম। এ অভিনেত্রীকে পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে। ছবিটির মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও চলতি বছরই প্রেক্ষাগৃহে আসতে পারে ‘দিগন্তে ফুলের আগুন’।

‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় অভিনয় করেছেন মিম।

২০২৪ সালের ১৯ জানুয়ারি মুক্তি পাবে সাইমন সাদিক অভিনীত মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘শেষবাজী’। মামনুন ইমন-রাফিয়াত রশিদ মিথিলা নিয়ে আসবেন ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নিয়ে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় অপু বিশ্বাস-নিরব আসবেন ‘ছায়া বৃক্ষ’ নিয়ে। এছাড়া, আরও অনেক তারকাই যুক্ত হবেন নতুন সিনেমায়, যেগুলো মুক্তি পাবে চলতি বছরে।

গত বছর ৫১টি সিনেমা মুক্তি পেয়েছিল। চলতি বছর সংখ্যাটা আরও বাড়তে পারে। তবে সিনেমাগুলোর মান কতটা বাড়বে, সেটা বলা মুশকিল। গত বছর অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে দায়সারাভাবে, যেগুলো মুক্তির পর তেমন কোনো আলোচনাও হয়নি। সেই তুলনায় ২০২৪-এর চিত্র কেমন হবে? প্রশ্নের উত্তর মিলবে বছর শেষে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply