নতুন বছরে বাড়লো ঋণের সুদ হার

|

নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি সামাল দিতে ধারাবাহিকভাবে সুদহার বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে ঋণের সুদহার হলো ১১ দশমিক ৮৯ শতাংশ। তবে ভোক্তা ঋণের সুদহার পড়বে প্রায় ১৩ শতাংশ। এই সুদহার আগামী ছয় মাসে পরিবর্তন হবে না।

ডিসেম্বরের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ হওয়ায় চলতি মাসে বড় অঙ্কের ঋণে সর্বোচ্চ ১১ দশমিক ৮৯ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক। প্রি-শিপমেন্ট রফতানি ঋণের সুদহার হবে ১০ দশমিক ৮৯ শতাংশ এবং কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ দশমিক ৮৯ শতাংশ সুদ। তবে ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে ব্যাংক নিতে পারবে ১২ দশমিক ৮৯ শতাংশ সুদ।

ব্যাংকের ক্ষেত্রে শুধু ঋণে সর্বোচ্চ সীমা থাকলেও আর্থিক প্রতিষ্ঠানে আমানত সংগ্রহেও সুদহারের একটা সর্বোচ্চ সীমা দেয়া আছে। এসব প্রতিষ্ঠান স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে আমানত সংগ্রহ করতে পারবে।

অন্যদিকে, ‘স্মার্ট’ রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ঋণের বিপরীতে সুদ নিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply