বিদায়ী ম্যাচের আগে ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি

|

ব্যাগি গ্রিন মাথায় ওয়ার্নার। ফাইল ছবি

সিডনি টেস্ট দিয়ে সাদা বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আগেই জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। বুধবার ভোরে ওয়ার্নারের বিদায়ী টেস্ট শুরু হবে। তবে শেষবার মাঠে নামার আগে বিড়ম্বনায় পড়েছেন এই অজি তারকা। চুরি হয়ে গেছে তার ব্যাগি গ্রিন। সেটি ফেরত দিতে ইনস্টাগ্রামে পোস্ট করে আকুল আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।

মেলবোর্ন থেকে সিডনির এক ফ্লাইটে তিনি ব্যাগি গ্রিন হারিয়েছেন। টেস্ট অভিষেকের দিন ওয়ার্নারকে এটি তুলে দেয়া হয়। বেশির ভাগ ক্রিকেটারই খুবই যত্নে রেখে দেন এটি। বিদায়ী টেস্টের আগে ওয়ার্নারের জন্য যেটির গুরুত্ব আরও বেড়েছে।

নিজের যে ব্যাগ থেকে এটি চুরি হয়েছে সেই ব্যাগ হাতে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়ার্নার। ভিডিওতে তিনি বলেন, এটি আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেয়া হয়েছে। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন কিছু যা ফিরে পেতে চাই আমি।

ওয়ার্নার আরও বলেন, যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেবো।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply