সবুজ পাতার পরে যখন নেমেছে এসে দুপুরের সূর্যের আঁচ,
নদীতে স্মরণ করে একবার পৃথিবীর সকাল বেলাকে।
আবার বিকেল হলে অতিকায় হরিণের মতো শান্ত থাকে।
এই সব গাছুগুলো; -যেন কোন দূর থেকে অস্পষ্ট বাতাস
বাঘের ঘ্রাণের মতো হৃদয়ে জাগায়ে যায় ত্রাস;
এই কথাগুলো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের। কবির মনকে প্রশান্ত করতো গাছ। শুধু তিনি নন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরতো এক প্রকার দাবি করেই লিখেছেন ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর ‘।
এই পৃথিবীকে আরেকটু বাসযোগ্য করে তুলতে গাছের কোন বিকল্প নেই। তবে ইট-পাথরের এই শহরে গাছের একটু ছায়া পাওয়া বড়ই দুষ্কর। শত বাঁধা সত্ত্বেও, এই শহরে ছোট ছোট বাগান পাওয়া যাবে বাড়িঘরের বারান্দা কিংবা ছাদে। প্রকৃতি প্রেমি এইসব মানুষদের সন্তানের মতো এক একটি গাছ। তবে এমন অনেকই রয়েছেন, যাদের গাছ পরিচর্যা নিয়ে বেগ পেতে হয়। অথবা বলা যেতে পারে, শখের গাছে কি খাবার দেওয়া হবে তা নিয়ে চাপে পড়ে অনেক বাগানিই। সেই চাপ থেকে কিছুটা পরিত্রাণ পেতে, নেয়া যেতে পারে খুব সাধারণ কিছু টোটকা।
গাছ পরিচর্যায় অন্যতম প্রাকৃতিক উপাদান চা পাতা। শুধুমাত্র এই উপাদানটি দিয়েই নেয়া যেতে পারে টবের গাছগুলোর যত্ন। দেখে নিন কীভাবে দেবেন টবের মাটিতে;
Leave a reply