সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: আমু

|

ঝালকাঠি প্রতিনিধি:

দেশের সাংবিধানিক ধারা অব্যহত রাখার স্বার্থে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের প্রার্থী আমির হোসেন আমু। তিনি বলেন, নেত্রীর নেতৃত্বে এবারের নির্বাচনে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি।

মঙ্গলবার (২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সকল ভোট কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় আমু বলেন, এই ভোট যুদ্ধে জিততে হলে আমাদের কমপক্ষে ৬০ ভাগ ভোট নিতে হবে। এই ৬০ ভাগ ভোট শুধু প্রার্থীদের জেতার জন্য নয়, এই ৬০ ভাগ ভোট শেখ হাসিনার সরকার গঠন করার জন্য, তার সরকার টিকিয়ে রাখার জন্য।

তিনি বলেন, ভোটের মাধ্যমেই ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply