নির্বাচনী অনুসন্ধান কমিটির দেয়া কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেন তিনি।
সোমবার (১ জানুয়ারি) ব্যারিস্টার সুমনকে কারণ দর্শানোর নোটিশ দেয় অনুসন্ধান কমিটি। নোটিশে ২ জানুয়ারির মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়।
নোটিশে বলা হয়, গত ২৭ ডিসেম্বর নিজেকে নৌকার সমর্থক দাবি করে আব্দুল হাই প্রিন্স নামের একজন তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ব্যারিস্টার সুমন তার আসনে বিলিকৃত পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করেছেন। যা নিয়ম বহির্ভূত।
পরে জেলা রিটার্নিং অফিসার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে বিষয়টি উপস্থাপন করেন। বিষয়টি পর্যালোচনা করে কমিটির মনে হয়, আচরণবিধি লঙ্ঘন করেছেন ব্যারিস্টার সুমন।
তবে অভিযোগ অস্বীকার করে সুমন বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ ধরনের বেআইনি কাজ করেছে। এসময় ষড়যন্ত্র করে গণজোয়ার দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও, গত ৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার সুমনকে শোকজ করা হয়েছিল।
/আরএইচ
Leave a reply