জাপানের ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৬২

|

জাপানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এতে আহত হয়েছেন তিন শতাধিক, যাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা গুরুতর। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। খবর আল জাজিরার।

সোমবার (১ জানুয়ারি) দেশটির উত্তর-মধ্যাঞ্চলে অনুভূত হয় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। একদিনেই দেড় শতাধিক আফটারশক অনুভূত হয় দুর্গত এলাকায়। উত্তাল হয়ে ওঠে সাগর। সেই সাথে উপকূলে আছড়ে পড়ে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। সেগুলোর নিচে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে জোর কদমে চলছে উদ্ধারকাজ।

এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইশিওয়াকা অঞ্চল। ধ্বংস হয়ে গেছে হাজারও ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন প্রায় ৩২ হাজার মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply