নতুন বছর উপলক্ষে স্পেনের ‘ভ্যাল ডি হ্যাব্রন’ হাসপাতাল পরিদর্শন করেছে বার্সেলোনার কোচ ও খেলোয়াড়রা। মঙ্গলবার (২ জানুয়ারি) এ তথ্য জানায় বার্সার ওয়েবসাইট।
হাসপাতালে মেডিক্যাল স্টাফদের সাথে মতবিনিময় করেন ভিতর রক, রাফিনহা, লেভানদোভস্কি, গুন্ডোয়ানরা। সেই সাথে অসুস্থ শিশুদের বিভিন্ন প্রকার উপহার দিয়ে তাদের সাথে সময় কাটান বার্সার ফুটবলাররা।
বার্সার কোচ জাভি হার্নান্দেজ বলেন, এখানে আসাটা খুবই জরুরি। বিশেষত যে শিশুরা কঠিন রোগে ভুগছে, তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলে মনে হয় এটি জীবনের সব থেকে বড় পাওয়া। এদের মধ্যে অনেকেই আছে, যারা বার্সেলোনার ভক্ত। তাদের কাছে এলে পরবর্তী সিজন খেলার জন্য অনুপ্রেরণা পাওয়া যায়।
প্রতি বছরের শুরুতে ক্লাবের সবাই মিলে হাসপাতাল পরিদর্শন ও বিভিন্ন জরুরি জিনিসপত্র নিয়ে সেখানে যায় কাতালান ক্লাবটি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মূলত এই প্রথাটি কাতালানদের একটি ঐতিহ্য।
এদিকে, লা লিগার পয়েন্ট টেবিলের ৪-এ থাকা বার্সেলোনাকে মাঠে দেখা যাবে আগামী বৃহস্পতিবার (৪ জানুয়ারি) লাস পালমাসের বিপক্ষে ম্যাচে।
/এএম
Leave a reply