‘ড. ইউনূসের মামলার রায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র’

|

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের রায় এবং মামলার বিষয়টি যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। বুধবার (৪ জানুয়ারি) এক নিয়মিত ব্রিফিংয়ে দফতরটির মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কারসহ মর্যাদাপূর্ণ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এ সময় ম্যাথিউ মিলার এই ইস্যুতে স্বচ্ছ এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুইটি ধারায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ড. ইউনূস আপিলের শর্তে জামিন চাইলে, আদালত তাকে ১ মাসের জন্য জামিন মঞ্জুর করেন।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply