নির্বাচনের পর বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি আরও কমবে: নসরুল হামিদ

|

নির্বাচনের পর নতুন সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে ডাইনামিক প্রাইসিং এর দিকে ঝুঁকবে। এমনটা জানিয়েছেন, প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের দাম ওঠা নামার ওপর নির্ভর করবে বিদ্যুৎ ও জ্বালানির দাম।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ডলারের দামের পার্থক্যের কারণে বিদুৎ ও জ্বালানি দাম নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জিং। এর পাশাপিাশি ফিলিস্তিনকে ঘিরে মধ্যপ্রাচ্য সংকট বাড়লেও এ ক্ষেত্রে সংকট বাড়বে। তবে মন্ত্রণালয় দাম ধরে রাখার সর্ব্বোচ চেষ্টা করবে।

তিনি বলেন, ফেব্রুয়ারি মাস থেকে কৃষি ও গরমের মৌসুমে বিদুত্যের চাহিদা আগের বছরের চেয়ে শতকরা ৭ ভাগ বাড়বে। তবে এই বছরের বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে সংকট হবে না বলে আশাবাদী নসরুল হামিদ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply