বাগদাদে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র, নিহত ৪

|

বাগদাদে ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠীর সদর দফতরে ড্রোন হামলার পর ইরাকি নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। ছবি: রয়টার্স

সম্প্রতি মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক হামলার জবাবে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারের (৪ জানুয়ারি) এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত আরও ছয়জন। খবর আল জাজিরার।

দেশটির পুলিশ জানায়, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী আল নুজাবার কার্যালয়ে চালানো হয়েছে এ হামলা। ড্রোন থেকে ছোঁড়া হয়েছে দুটি রকেট। নিহতদের মধ্যে একজন আল নুজাবার এক শীর্ষ নেতা।

পেন্টাগনের দাবি, মুশতাক জাওয়াদ কাজিম আল-জাওয়ারি নামের ঐ কমান্ডার ইরাকে মার্কিন ঘাঁটিতে হওয়া বেশ কয়েকটি হামলার সাথে জড়িত। পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার বলেন, মূলত আত্মরক্ষার জন্যেই সন্ত্রাসী ঘাঁটিতে এ অভিযান। কারণ, প্রত্যেক মার্কিনীর নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অভিযানে কোন বেসামরিক প্রাণহানি নেই, ক্ষতিগ্রস্ত হয়নি কোন স্থাপনাও।

মার্কিন হামলার পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর নিয়মিত বিরতিতে মধ্যপ্রাচ্যে হামলার শিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। ইরাক ও সিরিয়ায় অবস্থিত বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১০০ বার হামলা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply