হামাস নেতাকে হত্যার ইস্যুতে চরম উত্তেজনার মধ্যেই দখলকৃত গোলান মালভূমিতে ব্যাপক মহড়া চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবারের (৪ জানুয়ারি) এ মহড়ায় অংশ নেন দেশটি সামরিক বাহিনীর সদস্যরা।
লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা সালেহ আল-আরৌরি হত্যা ইস্যুতে বেশ উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলার দায় স্বীকার না করলেও সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েল। এছাড়া, সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার সায়েদ রাজি মৌসাভিকে হত্যা এবং জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ভয়াবহ বোমা হামলার ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে সামরিক মহড়া চালালো তেল আবিব।
আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ গোলান মালভূমির অধিকাংশই ১৯৬৭ সাল থেকে নিজেদের দখলে রেখেছে ইসরায়েল। যদিও গত ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত হয়।
/এএম
Leave a reply