কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

|

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার রাত ৮টার দিকে রাস্তা অবরোধ করেন তারা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে, কোটা বহাল রাখার দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা থাকবে। কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে থাকবে না। এটা হতে পারে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতেও আগের মতো ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকতে হবে। নইলে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। তিনি আরো বলেন, আগামী শনিবার বিকেল ৩টায় শাহবাগ মোড়ে মহাসমাবেশ করবেন তারা।

কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো। আন্দোলনের প্রেক্ষিতে গঠিত সচিব কমিটি গত ১৭ সেপ্টেম্বর সরকারি চাকরিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সুপারিশ করে। আজ সকালে তা অনুমোদন দেয় মন্ত্রিসভা।

যমুনা অনলাইন: এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply