যে দুটি আসনে প্রার্থী সংখ্যা সবচেয়ে বেশি

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৭৩ জন প্রার্থী। কোনো আসনে প্রার্থী অনেক কম; কোনোটিতে আবার প্রার্থী সংখ্যার দিক দিয়ে ভোটের মাঠ বেশ জমজমাট। এরমধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসনে। দুই নির্বাচনী এলাকাতেই প্রার্থী সংখ্যা ১৪ জন।

ঢাকা-৫ এ নৌকার হয়ে লড়ছেন হারুনুর রশীদ মুন্না। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে মাঠে আছেন মশিউর রহমান মোল্লা সজল আর ঈগল নিয়ে লড়ছেন কামরুল হাসান রিপন। এছাড়া কাঠাল প্রতীকে সারোয়ার খান, সাইফুল আলম ডাব, আবু হানিফ হৃদয় সোনালী আঁশ, আবু জাফর মো. হাবিব উল্লাহ চেয়ার মার্কায় নির্বাচন করছেন।

আম মার্কা নিয়ে নির্বাচনী মাঠে আরও আছেন আরিফুর রহমান সুমন, একতারা মার্কা নিয়ে মোশাররফ হোসেন মিয়া, মিনার মার্কা নিয়ে আব্দুল কাইয়ুম আর এস এম লিটন লড়ছেন টেলিভিশন প্রতীকে।

এছাড়া ঢাকা-৫ এ নুরুল আমীন ছড়ি, মজিবুর রহমান তরমুজ ও হাফিজুর রহমান মিন্টু লড়ছেন কবুতর প্রতীক নিয়ে।

ঢাকা-১৪ আসনেও রয়েছে ১৪ জন প্রার্থী। আসনটিতে নৌকা নিয়ে লড়ছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবিনা আক্তার তুহিন। আছেন বাঁশি প্রতীক নিয়ে কাজী ফরিদুল হকও।

আসনটিতে লাঙ্গল প্রতীক নিয়ে ভোট করছেন মো. আলমাস উদ্দিন। এছাড়া লুৎফর রহমান কেটলি, জেড আই রাসেল ঈগল, কামরুল ইসলাম টেলিভিশন, মাহবুব মোড়ল আম, সাইফুদ্দিন আহম্মেদ গাউছিয়া রহমানিয়া একতারা, মো. আবু হানিফ মশাল, এমরুল কায়েস খান রকেট, মো. মহিবুল্লাহ দালান, নাজমুল ইসলাম সোনালী আঁশ, মো. আসিফ হোসেন ছড়ি মার্কা নিয়ে রয়েছেন ভোটের মাঠে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply