ইসরায়েলি বাহিনীর ওপর হামলার নতুন ভিডিও প্রকাশ হামাসের

|

স্থল আক্রমণের পর কালো ধোঁয়ার একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করে সংগঠনটি। স্থল অভিযানে এখনও গাজার বেশ কয়েক জায়গায় ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারা।

ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য ও সমরযান লক্ষ্য করে রকেট ছুঁড়ছে হামাস সদস্যরা। বিভিন্ন ভবন, সুড়ঙ্গ থেকে ছোঁড়া হয় এসব রকেট। এতে ধ্বংস হয়েছে তেলআবিবের কয়েকটি ট্যাংক।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২ হাজার ৩১৩ ফিলিস্তিনি। এছাড়াও চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫৭ হাজার ২৯৬ ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহীন হয়েছেন ২০ লাখের বেশি ফিলিস্তিনি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply