টানা ১৩ সপ্তাহ আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা ইসরায়েলের

|

আল আকসা মসজিদের সামনে অস্ত্র হাতে দাড়িয়ে আছে ইসরায়েলি বাহিনী। ছবি: আনাদোলু এজেন্সি।

টানা ১৩ সপ্তাহের মতো আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়ায় বাধা দিলো ইসরায়েলি বাহিনী। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মসজিদটির কমপাউন্ডেও ঢুকতে দেয়া হয়নি মুসলিমদের। এ সময় মসজিদের সব গেট বন্ধ করে দেয়া হয়। মসজিদের প্রবেশপথে বাধা দেয়া হয় মুসল্লিদের। ইসরায়েলি বাহিনী প্রেস সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে।

প্রতিবেদনে বলা হয়, দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মসজিদটির কমপাউন্ডেও ঢুকতে দেয়া হয়নি মুসলিমদের। এ সময় মসজিদের সব গেট বন্ধ করে দেয়া হয়। মসজিদের প্রবেশপথে বাধা দেয়া হয় মুসল্লিদের।

এছাড়াও ইসরায়েলি বাহিনী প্রেস সদস্যদের অবরুদ্ধ করে রাখে। জুমার নামাজ আদায়ে করতে গেলে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। ইসরায়েলি পুলিশ পুরোনো শহরের প্রবেশপথে আল আকসা মসজিদের সামনে বাধা স্থাপন করে এবং শুধুমাত্র বয়স্কদের প্রবেশের অনুমতি দেয়।

এর আগে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই আল আকসায় নামাজ আদায়ে বাধা দিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply