বিএনপির-জামায়াতের নির্বাচন বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে ইসি সচিবকে বিপ্লব বড়ুয়ার আহ্বান

|

বিএনপির-জামায়াতের নির্বাচন বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে ইসিকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের সাথে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় ইসি সচিবকে এ আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, ভয়ভীতি কিংবা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করে মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখা যাবে না। সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করার অধিকার কারো নেই বলেও জানান তিনি। মানুষ তার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম বলেন,
মানুষ যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে, সেজন্য বিএনপি জামায়াত নানা ধরনের নাশকতা করছে। মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ বলে প্রত্যাশা করেন তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply