গরু নিয়ে নৌকায় চোর, গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত ৩

|

পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে চোর চক্রের তিন সদস্য নিহত হয়েছে। এ সময় চক্রের হামলায় আহত হয়েছে অন্তত তিনজন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর এলাকা থেকে কয়েকটি গরু চুরি করে নৌকাযোগে গুমানী নদী পথে যাওয়ার সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যদের ধাওয়া দেয়। এ সময় চোর চক্রের সদস্যরা নৌকা থেকে গরুগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কক্সবাজারগামী বাসে ‘টাইম বোমা’!

পথে ভাঙ্গুড়ার বেতুয়ান ঘাটে চোর সদস্যের তিনজনকে ধরে ফেলে এলাকাবাসী। পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আর চোর চক্রের ধারালো অস্ত্রাঘাতে আহত হয় স্থানীয় তিন যুবক।

ভাঙ্গাড়া থানার র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply