ডিম আমদানির জন্য ২৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হলেও ২৪টি প্রতিষ্ঠানই ব্যর্থ হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান নভেম্বরের প্রথম সপ্তাহে ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি করে। এরপর আর দেশে ঢোকেনি আমদানি করা কোনো ডিম।
দেশের বাজারে দগাম নিয়ন্ত্রণে আনতে গত ১৭ সেপ্টেম্বর চারটি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর কয়েকদফায় ২৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের দাবি, ডিম আমদানিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সার্টিফিকেট ইস্যু।
এদিকে, ভারত থেকে আমদানি করা ডিম ঢাকায় পৌঁছাতে প্রতি পিসে খরচ পড়েছিল ৮ টাকা ৮৭ পয়সা। আর রাজধানীর পাইকারি বাজারে প্রতিটি ডিম বিক্রি হয়েছে ৯ টাকা ৪০ পয়সায়। আর খুচরা বিক্রিতে দর পড়ে সাড়ে ১১ থেকে সাড়ে থেকে ১১ টাকায়।
/এমএন
Leave a reply