দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম।
এর আগে এদিন সকালে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও পুলিশ সদস্যদের নির্দেশনা দেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে নির্বাচনকালীন সব ধরণের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়। ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে দায়িত্বপালন করছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।
সারাদেশে ৪২ হাজার কেন্দ্রের কিছু কেন্দ্রে ব্যলট পেপার পৌঁছে যাবে আজকেই। আর বাকি কেন্দ্রগুলোতে পৌঁছাবে আগামীকাল অর্থাৎ ভোটের দিন ভোরে।
প্রসঙ্গত, নির্বাচনে ২৯৯ আসনের জন্য লড়ছে ২৮ দলের এক হাজার ৯৭৩ জন প্রার্থী। আর ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার।
/এমএইচ
Leave a reply