রামুতে বৌদ্ধ বিহারের সিঁড়ি পোড়ানোর ঘটনায় নিন্দা বুদ্ধিস্ট ফেডারেশনের

|

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারের কাঠের তৈরি সিঁড়ি পুড়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। শনিবার (৬ জানুয়ারি) ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টির হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী এ হামলা চালায় বলে আমরা মনে করি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করছি আমরা। অতি দ্রুত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে বৌদ্ধ বিহার ও বৌদ্ধপল্লীগুলোর নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানায় তারা।

উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে কক্সবাজারের রামুতে চেরাংঘাটা উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে মধ্যরাতে ১২টি বৌদ্ধ বিহার ও প্রায় ৩০টি বসতঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। ফেসবুকে শেয়ার হওয়া একটি পোস্টের জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছিল।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply