যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনসের বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি বিমানের জানালা মাঝ আকাশে খুলে পড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি অবতরণ করা হয়েছে বিমানটির। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসির।
বিবিসি জানায়, শুক্রবার (৫ জানুয়ারি) পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছিলো। মাঝ আকাশে এমন ঘটনার পর বিমানটি আবারও পোর্টল্যান্ডে ফিরে জরুরি অবতরণ করে।
আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। ১৬ হাজার ফুটের বেশি ওপরে থাকা বিমানের সবাই নিরাপদেই নেমেছেন।
/এনকে
Leave a reply