নির্বাচন সরকারকে নির্বাসনে পাঠাবে: মান্না

|

সাত জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগ সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না, বরং এই নির্বাচন সরকারকে নির্বাসনে পাঠাবে এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (৬ জানুয়ারি) সাত জানুয়ারির নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আন্দোলন নিয়ে দেশবাসীর উদ্দেশে দেয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, এই সরকার আরেকবার ক্ষমতায় থাকার জন্য এমন কোনো হীন কাজ নেই যা করেনি। ৩৯টি দল নির্বাচন বর্জন করার পরও তারা এক তরফা ভোটের দিকে এগিয়েছে। মানুষ এই নির্বাচন থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। সাধারণ মানুষ বলছে তারা ভোটে যাচ্ছে না। সরকার চাপ প্রয়োগ করছে। বিভিন্ন ভাতাভোগীদের কার্ড কেড়ে নিচ্ছে। মানুষ বাঁচার জন্য হয়তো কৌশল অবলম্বন করছে। তবে দেশের মানুষ এসব মেনে নেবে না।

তিনি আরও বলেন, আপনারা নিশ্চিত থাকেন এই নির্বাচন আওয়ামী লীগের জন্য কোনো সুখবর বয়ে আনবে না। সরকার কিছু অর্জন করবে না। বরং এই নির্বাচন সরকারকে নির্বাসনে পাঠাবে। এ জন্য সবাইকে বলবো কালকে ভোট দিতে যাবেন না।

তিনি জানান, ৭ তারিখে ভোট করেও সরকার পার পাবে না, তাদের আন্দোলন চলছে এবং চলবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply