নির্বাচনের বছর ২০২৪, বিশ্বজুড়ে অর্ধশতাধিক দেশে অনুষ্ঠিত হবে ভোট

|

বিশ্বজুড়ে নির্বাচনের বছর ২০২৪ সাল। এই বছর ৬০টিরও বেশি দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই এসব দেশে বসবাস করে। পৃথিবীর ইতিহাসে এর আগে এত দেশে একই বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এ বছর বিশ্বে প্রথম ভোট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। চলতি মাসেই আরও অন্তত ৬টি দেশে সরকার গঠনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এরমধ্যে সবচেয়ে আলোচিত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটি নিজেদের স্বাধীন দাবি করলেও চীন তাইওয়ানকে তাদেরই অংশ মনে করে। বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির শাসনামলে বেশ উত্তাপ ছড়িয়েছে দু’দেশের সম্পর্কে। আবারও তারা ক্ষমতায় এলে যুদ্ধ বেধে যাওয়ার শঙ্কা ব্যাপক বাড়বে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।

প্রতিবেশী ভারতেও এ বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। নরেন্দ্র মোদির হ্যাটট্রিক, নাকি ক্ষমতায় ফিরবে কংগ্রেস সেটিও নির্ধারণ হবে এই বছর। বাংলাদেশ, তাইওয়ান ও ভারতসহ এশিয়ার অন্তত এক ডজন দেশে হবে ভোটাভুটি। পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ আট ফেব্রুয়ারি থেকে পিছিয়ে গেলেও তা এ বছরই হওয়ার কথা। এছাড়া তারিখ চূড়ান্ত না হলেও শ্রীলঙ্কায়ও ২০২৪ সালেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন সাধারণ জনগণ। ইরানে পার্লামেন্ট মেম্বারদের মুখোমুখি হতে হবে জনগণের রায়ের।

এদিকে, চীন এবং নাইজেরিয়া ছাড়া বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের আটটিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন। এরমধ্যে কেবল পৌর নির্বাচন হবে ব্রাজিলে, বাকিগুলোর নাগরিকরা নির্বাচিত করবে প্রেসিডেন্ট কিংবা পার্লামেন্ট মেম্বার।

২০২৪ সালে নির্বাচন হবে আফ্রিকার অন্তত ১৫টি দেশে। যার মধ্যে সবচেয়ে আলোচনায় দক্ষিণ আফ্রিকা। বিভিন্ন জরিপের ফলাফল বলছে, ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা দেশটির আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে এবার কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। আলজেরিয়া, ঘানা, সেনেগালের মতো পরিচিত দেশগুলোতেও যেমন হবে নির্বাচন, তেমনি গণতান্ত্রিক এ প্রক্রিয়ায় অংশ নেবে কমরোস, টোগোর মতোও দেশ।

বছরের সবচেয়ে আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে। পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে এরইমধ্যে নেমে পড়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। উরুগুয়ে, ভেনেজুয়েলাসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও ২০২৪ সালে হবে ভোট।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এপ্রিলে পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশটিতে একতরফা নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি হওয়ায় সে পরীক্ষায় খুব সহজেই উতরে যাবেন পুতিন।

চলতি বছর সবচেয়ে বেশি নির্বাচন ইউরোপে। ২০টির বেশি দেশে হবে ভোট উৎসব। রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বেলারুশের পার্লামেন্ট সদস্যরাও মুখোমুখী হবে পরীক্ষার। ন্যাটোর সদস্যপদ পাওয়ার পর এ বছরই প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডে। এখনও তারিখ চুড়ান্ত না হলেও ২০২৪ সালেই ভোট হওয়ার কথা যুক্তরাজ্যেও। পাশপাশি নতুন পার্লামেন্ট মেম্বার নির্বাচন করবে ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশের জনগণ সরাসরি ভোটে বেছে নেবেন তাদের প্রতিনিধি।

এই বছরই শেষ হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মেয়াদ। তবে যুদ্ধের কারণে ঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে সংশয়। ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া, সলোমন দীপপুঞ্জসহ চার দেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০২৪ সালে ইন্দোনেশিয়ায় একদিনে সবচেয়ে বেশি মানুষে ব্যালটে মতামত জানাবেন। আর সবচেয়ে কম নাগরিক ভোটে অংশ নেবেন মাত্র ২০ লাখ বাসিন্দার নর্থ মেসেডোনিয়ায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply