পঞ্চগড়ের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালট পেপার

|

পঞ্চগড় প্রতিনিধি:
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দুটি আসনের ২৮৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। রোববার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে দুটি আসনের ৫ উপজেলার মোট ২৯৭টি ভোটকেন্দ্রে সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এই ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়।

এ সময় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রত্যেক ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে এ ব্যালট পেপার তুলে দেন।

এদিকে তেঁতুলিয়া সহকারি কর্মকর্তা কার্যালয় থেকেও ভোরবেলা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার দিয়ে তাদের স্ব স্ব কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় পৌঁছে দেয়া হয়।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, পঞ্চগড়ের দুটি আসনের ২৮৭ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ৩টা থেকে শুরু হয়ে ৪টার মধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। আমরা আশা করছি যথাসময়ে ভোটগ্রহণ শুরু করতে পারবো। আমরা পঞ্চগড়বাসীকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply