অনিয়মের অভিযোগ এনে পুননির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম।
তিনি বলেছেন, কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। পোলিং এজেন্টদেরও বের করে দেয়া হয়েছে। এ বিষয়ে কমিশনে তথ্যপ্রমাণ জমা দেবেন বলে জানিয়েছেন সালমা ইসলাম।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচন শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি সারাদিন ঘুরেছি একটা ফেয়ার নির্বাচন করার জন্য। কিন্তু আমি নিজ চোখে দেখেছি কোনো ভোটার সেখানে নেই। ছোট ছোট ছেলেরা সেখানে ভোট দিচ্ছে।
তিনি আরও বলেন, এই নির্বাচন আমি মেনে নিতে পারি না। এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম। আমাদের দেশে আইন আছে। সেই বিচারের অপেক্ষায় রইলাম।
এটিএম/
Leave a reply