আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) থেকে নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা, বিবিসি, দ্যা গার্ডিয়ানের মতো শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনাম ‘বাংলাদেশ’।
নির্বাচনের ফল প্রকাশের পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম, ‘শেখ হাসিনা উইনস ফিফথ টার্ম ইন বাংলাদেশ, এমিড টার্নআউট কন্ট্রোভার্সি’। এতে, বিরোধী দলের নির্বাচন বর্জনসহ ভোটার উপস্থিতি কম এবং ৬২ স্বতন্ত্র প্রার্থীর জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির শিরোনামও প্রায় একই। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের সোজাসাপটা শিরোনাম, ‘পঞ্চম দফায় বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।
এছাড়া ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, বিরোধীদের নির্বাচন বর্জনের মধ্যে দিয়েই শেখ হাসিনা জয়ী। পাশাপাশি ভারতের প্রায় সব গণমাধ্যমে উঠে এসেছে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের বিষয়টি।
\এআই/
Leave a reply