নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৬১ প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে আওয়ামী লীগের একাধিক বিজয়ী প্রার্থীও রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয়া হয়।
রোববার (৭ জানুয়ারি) রাতে এসব তথ্য জানিয়েছে ইসি। এছাড়া ও ভোট জালিয়াতি চেষ্টার অভিযোগে নরসিংদী-৪ আসনের নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে জানাতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এর আগে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনা বাধাগ্রস্ত কিংবা ব্যাহত করে- এমন বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৩০০টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করে ইসি।
এটিএম/
Leave a reply