জুনে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের কন্ডিশন থাকবে বাংলাদেশের মতোই। সাস্প্রতিক সময়ে টি-টোয়েন্টির ভালো ফর্মটা ধরে রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করা উচিত, বলছেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি আর নির্বাচনের কারণে প্রায় আড়াই মাস অনুশীলনের বাইরে থাকায়, বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে দ্রুত অনুশীলনে ফিরেছেন বলে জানান সাকিব।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি নিতে গতকাল সোমবার (০৮ জানুয়ারি) ট্রেনার ডাক্তার এবং কোচ নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিবিড় অনুশীলন শুরু করেন তিনি। মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজ বিপিএল দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন শুরু করেন তিনি।
এতো ব্যস্ততার পর, কোনো বিশ্রাম না নিয়ে দ্রুত মাঠে ফেরার কারণ জানিয়েছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি নিতে হবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এজন্য আর সময় নষ্ট করতে চাইনি।
জাতীয় দলের অধিনায়কত্বও নিয়েও বিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন সাকিব। তিনি বলেন, এগুলো নিয়ে এখনো কথা হয়নি। তবে বোর্ডের সঙ্গে কথা হবে। তখন আলোচনা হবে। এরপর সবাই মিলে যেটা ভালো মনে করবে, সেটাই সিদ্ধান্ত নেবে। আর এই প্রশ্নের উত্তর আমি মোটামুটি ৮-১০ বার দিয়েছি।
বাঁ হাতের আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন সাকিব। চোট অনেকটাই সেরে গেছে। তাইতো বিপিএলের প্রথম ম্যাচ থেকেই রংপুরের জার্সিতে মাঠে নামার ব্যাপারে আশাবাদি টাইগার দলপতি। তিনি বলেন, অনুশীলন শুরু করেছি। আরও কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে ভালোই।
সাকিবের নির্বাচনী ব্যস্ততার মাঝেই টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ অভিযান। শর্টার এই ফরম্যাটে গেল এক বছরে রয়েছে বাংলাদেশের ভালো পারফরম্যান্স। আর মে মাসে দুই হোস্ট দেশের সাথে বাংলাদেশর আবহাওয়ার সাদৃশ্য থাকায় টাইগারদের ভালো করা উচিত বলছেন সাকিব।
সাকিব বলেন, প্রতিবারই তো বেশি প্রত্যাশা থাকে। এবারও তাই থাকবে। টি-টোয়েন্টি সংস্করণে শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ আছে, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউ জিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। আমাদের সুযোগ আছে।
/আরআইএম
Leave a reply