দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের নিউমিডিয়া বিভাগে ‘নিউজরুম এডিটর’ ও ‘সোশ্যাল মিডিয়া ম্যানেজার’ পদে সংবাদকর্মী নিয়োগ দেয়া হবে। সাংবাদিকতা পেশার প্রতি বিশেষ আগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট সম্পর্কে ধারণা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করার আত্মবিশ্বাস থাকলে আবেদন করতে পারবেন যেকেউ।
‘নিউজরুম এডিটর’-এর জন্য আবেদনের যোগ্যতা:
- সহজ বাংলায় গুছিয়ে লেখার দক্ষতা
- নির্ভুল বানান ও বাক্য গঠনের সক্ষমতা
- সমসাময়িক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ
- শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি থাকা
- কম্পিউটারের বেসিক ধারণা
- ন্যূনতম স্নাতক পাস
কাজের বিবরণী:
- সংবাদ ডিজিটাল প্লাটফর্মের জন্য প্রস্তুত করা
- ডিজিটাল কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে যথাযথ শিরোনামে পাবলিশ করা
- সোশ্যাল মিডিয়ায় প্রতিটি স্টোরির জন্য আকর্ষণীয় থাম্বনেইল প্রস্তুত করা
- সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার সামর্থ্য থাকা
- দিনে-রাতে যেকোনো সময় ডিউটি করার মানসিকতা
‘সোশ্যাল মিডিয়া ম্যানেজার’-এর জন্য আবেদনের যোগ্যতা:
- কম্পিউটারের বেসিক ধারণা
- সোশ্যাল মিডিয়া সম্পর্কে বেসিক ধারণা
- ওয়েব টুলস ও অ্যাপস সম্পর্কে সম্যক ধারণা
- কমিউনিকেশন স্কিলে দক্ষ হওয়া
- ন্যূনতম স্নাতক পাস
কাজের বিবরণী:
- কখন কোন সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি) কোন ধরনের কনটেন্ট যাবে, তা নির্বাচন করা
- কোন ধরনের অডিয়েন্স কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে, তারওপর ভিত্তি করে নিজের পণ্যের বাজার তৈরি
- ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে এবং ব্র্যান্ডের মেসেজ যথাযথভাবে অডিয়েন্সের কাছে যেন পৌঁছায়, সেদিকে খেয়াল রেখে বিপণনের উদ্দেশে প্রচার কার্যক্রমগুলো ডিজাইন করা
- কনটেন্টগুলো উপযুক্ত অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, তা বিভিন্ন টুলসের মাধ্যমে পরিমাপ করা
- বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভাইরাল ও ট্রেন্ডি কনটেন্ট পর্যালোচনা করা এবং সেই অনুযায়ী ক্রিয়েটিভ টিমের সঙ্গে আলোচনা করে আকর্ষণীয় কনটেন্ট তৈরি
আবেদনের শেষ সময়:
১৭ জানুয়ারি, ২০২৪
আবেদন করার ঠিকানা:
[email protected]
Leave a reply