‘চলতি অর্থবছরে দেশে কমবে জিডিপি প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি’

|

বাংলাদেশে ডলার সংকটের কারণে চলতি অর্থবছরে আমদানিতে বিধিনিষেধ অব্যাহত থাকবে। একইসঙ্গে বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এতে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমবে। ব্যক্তিগত ভোগ বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতির হারও বেড়ে যাবে।

বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ।

এর কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হয়েছে। বিধিনিষেধের কারণে আমদানি কম। কাঁচামাল ও জ্বালানি উপকরণের দাম বেড়েছে। এছাড়া বৈশ্বিক আর্থিক চাপ আছে। যদিও সরকার চলতি অর্থবছরের জন্য সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার বাড়তে পারে। কারণ, ব্যক্তিগত খরচের ওপর ভর করে এ খাতে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২৪ সালে দুই দশমিক চার শতাংশে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

বিশ্বব্যাংকের উপ-প্রধান অর্থনীতিবিদ আয়হান কোজ আয়হান বলেন, বিশ্বব্যাপী মন্দা অব্যাহত রয়েছে। চলতি বছরেও বিশ্বব্যাপী প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে। এর আগের ২ বছরেও প্রবৃদ্ধির ধারা নিম্নমুখী ছিল। এ বছর আমরা প্রায় ২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পাবো। যা গত বছর ছিল ২ দশমিক ছয় শতাংশ। নিম্ন আয়ের দেশগুলোর প্রায় ৪০ শতাংশ মানুষ করোনা মহামারি শুরু হওয়ার আগের আর্থিক অবস্থার চেয়ে আরও দুর্বল থাকবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply