তুমুল বিতর্কের মাঝেই কিমের অস্ত্রকারখানা পরিদর্শন

|

রাশিয়াকে মিসাইল দেয়ার ইস্যুতে তুমুল বিতর্কের মধ্যেই অস্ত্রকারখানা পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর সিএনএনের।

বুধবার (১০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কে-আর-টি জানায় এ তথ্য। এ সময়, প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে দেশের প্রধান শত্রু আখ্যা দেন কিম। সিউলের বিপক্ষে উসকানিমূলক আচরণ এবং অস্ত্র মজুদের অভিযোগও তোলেন তিনি।

কিম জানান, আত্মরক্ষা এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়াতে সামরিক শক্তি বাড়াচ্ছে পিয়ংইয়ং। সংবাদ সংস্থা কে-সি-এন-এ- জানায়, সোম ও মঙ্গলবার টানা দুইদিন অস্ত্রকারখানা পরিদর্শন করেন কিম।

সম্প্রতি, রাশিয়াকে মিসাইল দেয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রসহ প্রায় ৫০টি দেশ নিন্দাও জানিয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply