আবিষ্কার হলো ৯০ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম

|

শুনতে অবাস্তব হলেও প্রায় ৯০ কোটি বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন আর্জেন্টিনার জিবাশ্মবীদরা। খবর রয়টার্সের।

লম্বা গলা, হাসের চঞ্চুর মতো দেখতে এক ডাইনোসর প্রজাতির জীবাশ্ম পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সারকারের বৈজ্ঞানিক এবং গবেষণা সংস্থা, কোনিসেট।

প্রায় ৯০ কোটি বছর আগে পাতাগনিয়ায় বিলুপ্ত হয়ে যাওয়া এই ডাইনোসরের জীবাশ্ম, অবশেষ চারটি রেব্বাচিসউরিডি ডাইনোসরের অন্তগত যারা ‘সিডারসাউরা ম্যারে’ হিসাবে বাপ্তিস্ম গ্রহন করেছিলো।

আনুমামিক ১৫ টন এবং ৬৫ ফিট উচ্চতার এই ডাইনোসরকে বলা হয় সবচেয়ে বড় রেব্বাচিসউরিডি ডাইনোসর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply