ইসরায়েলের ‘গণহত্যা’, আইসিজের শুনানি আজ

|

গাজায় গণহত্যার অপরাধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলার দু’দিনব্যাপী শুনানির প্রথম দিন আজ। নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে শুনানি কার্যক্রম। খবর আল জাজিরার।

শুনানিতে উপস্থিত থাকার কথা জানিয়েছে তেল আবিব। প্রথমদিন আদালতে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবে দক্ষিণ আফ্রিকা। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পাল্টা যুক্তি দিয়ে নিজের অবস্থান জানাবে ইসরায়েল।

এর আগে, ডিসেম্বরের শেষ নাগাদ ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আওতায় গাজায় গণহত্যা চালানোর অভিযোগে মামলা করে দক্ষিণ আফ্রিকা। যদিও শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply