স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:
ঘন কুয়াশা ও যানবাহনের বিশৃঙ্খল চলাচলে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা ধরে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) ভোররাতে কুয়াশা বেড়ে যাওয়ায় এই যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীসহ চালকরা।
কয়েক ঘণ্টা পর্যন্ত এই যানজট দেখা দেয়। এ সময় বিকল্প হিসেবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রাজধানীমুখী যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে ভুঞাপুর দিয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে। খবর পেয়ে যানজট নিরসনে কাজ করে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয় চলাচল। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয় যান চলাচল।
জানা গেছে, ঘন কুয়াশার পাশাপাশি হাতিলা এলাকায় একটি বিকল গাড়ি থেকে এই যানজটের সূত্রপাত। এদিকে, তীব্র শীতের মধ্যে যানজটে যাত্রী ও চালকরা পড়েছেন ভোগান্তিতে।
/এমএন
Leave a reply