ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে দৈনিক মৃত্যুর হার গড়ে ২৫০ জন: অক্সফাম

|

ইসরায়েলি হামলায় প্রিয়জনদের হারিয়ে মৃতদেহের পাশে শোক করছেন বহু ফিলিস্তিনি। ছবি: আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রতিদিন গড়ে ২৫০ জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন। যা সাম্প্রতিক বছরগুলির অন্য যে কোন বড় সংঘাতের দৈনিক মৃত্যুর হারের দ্বিগুণ বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর ৯৮তম দিনে এসে এমন নজিরবিহীন গণহত্যা সাম্প্রতিক সময়ে বিরল। আগ্রাসনের কারণে আহত বহু মানুষ রয়েছে ক্ষুধা ও স্বাস্থ্য ঝুঁকিতে।

অক্সফামের মধ্যপ্রাচ্য শাখার পরিচালক স্যালি আবি খলিল বলেন, ইসরায়েল গাজায় যে মাত্রায় নৃশংসতা চালাচ্ছে, তা সত্যিই মর্মান্তিক। কেউ কোথাও নিরাপদ নয় এবং সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৩ হাজার ২১০ ফিলিস্তিনি। অপরদিকে, হামাসের আকস্মিক আক্রমণে ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আকস্মিক এই হামলায় জিম্মি করা হয় ২৪০ জন ইসরায়েলিকে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply