কাসেম সোলাইমানির স্মরণসভায় বিস্ফোরণের মূলহোতা চিহ্নিত

|

ইরানের জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় বিস্ফোরণের মূলহোতাকে চিহ্নিত করা হয়েছে। এমনটিই জানিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে এ তথ্য জানানো হয়েছে।

চিহ্নিত ব্যক্তির নাম আলিয়াস আবদোল্লাহ তাজিকি। তিনি তাজিকিস্তানের নাগরিক। গত ডিসেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেন তিনি। পরে হামলার জন্য বোমা তৈরি করে বিস্ফোরণের দুইদিন আগেই ইরান ত্যাগ করেন তাজিকি।

আরও পড়ুন: ইরানে কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বোমা হামলা, নিহত শতাধিক

দুই আত্মঘাতী বোমা হামলাকারীর মধ্যেও একজনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি আইআরএনএ’র। হামলাকারী ওই যুবক তাজিকিস্তান ও ইসরাইলের দ্বৈত নাগরিক।

গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, হামলার আগে আফগানিস্তানে আইএস জঙ্গিদের কাছে কয়েক মাস প্রশিক্ষণে নেন তিনি। দ্বিতীয় হামলাকারীর বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply