আটলান্টিকে সৃষ্ট শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

|

ঝড়টির তাণ্ডবে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ছবি: সিএনএন।

শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। মধ্য আটলান্টিকে সৃষ্ট ঝড়টির তাণ্ডবে পূর্ব উপকূলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঝড়টির তাণ্ডবে নিউ হ্যাম্পশায়ার ওহাইয়োতে প্লাবিত হয় একাধিক শহর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, পানির তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি-ঘর। এছাড়াও নিমজ্জিত হয় বহু যানবাহন, হাসপাতাল এবং অফিস।

এদিকে ঝড়ের কারণে উত্তর ক্যারোলাইনা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয় প্রায় ৩ লাখ ঘরবাড়ি। নিরাপদ স্থানে সরানো হচ্ছে অঞ্চলটির বাসিন্দাদের।

আশঙ্কা করা হচ্ছে, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও আঘাত হানবে ঝড়টি। দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, সেসময় ঘণ্টায় ৮০ কিলোমিটার থাকবে গতিবেগ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply